ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ডিম-মুরগির ৫ দোকানির জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২০ আগস্ট ২০২২

বগুড়ায় ডিম-মুরগির মূল্যতালিকা না থাকায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের রাজাবাজার, ৩ নম্বর রেলগেট, ফতেহ আলী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।

ইফতেখারুল আলম জানান, মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচ/জেআইএম