ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্যানভাড়া বৃদ্ধিতে মাইকিং!

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ আগস্ট ২০২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে ভ্যানভাড়া বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভ্যানভাড়া বৃদ্ধি করতে এলাকায় বেশ কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে।

শনিবার (২০ আগস্ট) উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে ভ্যানের ওপর মাইক বেঁধে অত্র এলাকায় ঘুরে ঘুরে এমন ব্যতিক্রমী প্রচারণা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আঞ্চলিক ভ্যান মালিক সমিতি মহাজোটের উদ্যোগে কয়েকদিন ধরে এমন প্রচারণা চালানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভ্যানের ওপর মাইক বেঁধে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভ্যানভাড়া বৃদ্ধির প্রচারণা চালানো হচ্ছে। এ সময় মাইকে বলা হয়, ‘সন্মানিত এলাকাবাসী। আসসালামু আলাইকুম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে কাল থেকে ভ্যানভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখর দোল ভিটা বাজার থেকে সহস্রাইল বাজার ৩০ টাকা, সহস্রাইল বাজার থেকে দোল ভিটা ৩০ টাকা, শেখর দোল ভিটা থেকে বড়গাঁ বাজার ৩০ টাকা। দোল ভিটা বাজার থেকে তেলজুড়ি বাজার ২০ টাকা, শেখর স্কুল থেকে সহস্রাইল বাজার ২০ টাকা। শেখর থেকে বোয়ালমারী ৩০ টাকা, বড়গাঁ বাজার থেকে সহস্রাইল বাজার ১৫ টাকা। ভুলবাড়িয়া থেকে সহস্রাইল বাজার ১০ টাকা, সাইনবোর্ড থেকে শেখর স্কুল ২০ টাকা।’

জনপ্রতি এমন ভাড়া নির্ধারিত করে এ প্রচারণা চালানো হয়। তবে আগের ভাড়া অনুযায়ী বর্তমানে নির্ধারিত ভ্যানভাড়া দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রচার মাইকের ভ্যানচালক রুস্তুম আলী জাগো নিউজকে বলেন, আঞ্চলিক ভ্যান মালিক সমিতি মহাজোটের পক্ষ থেকে আমাকে এ প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তাই প্রতিদিন অত্র এলাকার বিভিন্ন স্থান-বাজার ও গ্রামে ঘুরে ঘুরে এ প্রচারণা চালাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় কলিমাঝি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী জাগো নিউজকে বলেন, কয়েকদিন ধরে ভ্যানচালকরা মিলে এমন প্রচারণা চালাচ্ছেন। কী আর বলবো, কী আর করবো, সবকিছুরই দাম বেড়েছে। কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। দাম বেড়েই চলছে। ভ্যানচালকরা আগের তুলনায় দ্বিগুণের অধিক ভাড়া বাড়িয়ে মাইকিং করছেন। ব্যতিক্রমী ঘটনা এই প্রথম।

সহস্রাইল বাজার এলাকার ভ্যানচালক মুন্নু মিয়া, রুস্তম শেখ, আকবর মোল্লা, কাসেম মোল্লা, হারুন মোল্লা জাগো নিউজকে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। মরিচ, ডিম, মুরগি, চা, সিঙ্গাড়া, পুরি থেকে শুরু করে চাল, ডাল, তেল, নুন সবকিছুরই দাম হু হু করে বাড়ছে। আমরা গরিব মানুষ, ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসার চলে না। তাই বেঁচে থাকার জন্য সবাই মিলে ভ্যানভাড়া বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। যাত্রীদের সঙ্গে যাতে ভাড়া নিয়ে ঝামেলা করতে না হয় সেজন্য মাইকিং করে আগেই ভাড়া বৃদ্ধির কথা জানিয়ে দিতে আমাদের এ পন্থা।

এ বিষয়ে স্থানীয় শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ মাইকিং করার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সবকিছুর মূল্যই ঊর্ধ্বগতি। ভ্যানচলকরা কী করবে। সবকিছুর অগ্নিমূল্যে তাদের পেট চালানো দায়, এজন্য তারা এই উদ্যোগ নিয়েছে বলে জানতে পেরেছি।

এন কে বি নয়ন/এফএ/এমএস