ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভারতে যাওয়ার সময় দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনের সিল জালায়াতি করে ভারতে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
আটকরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও একই জেলার মনিরামপুর উপজেলার জমসেদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যার আগে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের শূন্যরেখায় ফ্ল্যাগডাউন সিরিমনি করে থাকে। এ সময় সীমান্তের উভয়পাশে ফ্ল্যাগডাউন দেখতে অনেক দর্শনার্থী আসেন।
ফ্ল্যাগ ডাউন শেষে দর্শনার্থীরা ফিরে যাওয়ার সময় দুজন ব্যক্তি ভারতে প্রবেশ করেন। তবে আগরতলা ইমিগ্রেশন তাদের ফেরত পাঠায়। পাসপোর্টে আখাউড়া ইমিগ্রেশনের সিল দেখে সন্দেহ হয় পুলিশের। পরে চেক করে নিশ্চিত হওয়া যায় তাদের পাসপোর্টের সিলগুলো নকল। জিজ্ঞাসাবাদে তারা জানান, আখাউড়ার দুজন ব্যক্তি তাদের পাসপোর্টে এই সিল দিয়েছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জাগো নিউজকে বলেন, আটক দুই যুবককে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস