ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ড্রেজার দিয়ে বালু তোলায় ৭ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৩ আগস্ট ২০২২

জামালপুরের সরিষাবাড়িতে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত লাখ টাকা জরিমানাসহ চারটি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দিনব্যাপী চলা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

ড্রেজার দিয়ে বালু তোলায় ৭ লাখ টাকা জরিমানা

তিনি জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার যমুনা-সুবর্ণখালি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কিছু লোক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার দিনব্যাপী উপজেলার এসকল পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্কহেড নৌকা ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সাত লাখ টাকা জরিমানা আদায়সহ চারটি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম