ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ দেখে ট্রাক ফেলে পালালেন চালক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৩ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাক তল্লাশি করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। এ সময় ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান।

poli1

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাককে থামার সিগনাল দেয় পুলিশ। এতে ট্রাক ফেলেই চালক ও তার সহকারী পালিয়ে যান।

poli1

ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হবে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এমএস