ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার বিমানবন্দরে নারীসহ ১১ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৩ আগস্ট ২০২২

কক্সবাজার বিমানবন্দরে নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ তিন লক্ষাধিক টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরে অপেক্ষমাণ এক নারী এবং ১০ পুরুষের গতিবিধি সন্দেহজনক হলে তাদের আটক করেন এপিবিএন সদস্যরা। আটকের পর তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। এসময় তাদের তল্লাশি করে নগদ ৩ লাখ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া ফয়সাল নামে আটক এক ব্যক্তির কাছে দুইটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র এবং একটি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া যায়।

এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন, তারা কেন ঢাকা যাচ্ছিলেন? তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কী না তা নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম