ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, কারাগারে ৫

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৪ আগস্ট ২০২২

ফরিদপুর সদর উপজেলায় ধর্ষণের অন্তঃসত্ত্বা হয়েছে ১৩ বছরের এক কিশোরী। সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলের অভিযুক্তরা।

এ নিয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবারের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- প্রধান আসামি শেখ সুজন (২৩), ফজল শেখ (৫৫), ফরহাদ পত্তনদার (৫০), কামাল ব্যাপারী (৫০) ও শেখ শামু (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। প্রধান অভিযুক্ত সুজন নর্থ চ্যানেল ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন কাঠমিস্ত্রি। সুজনের পরিবার অন্তঃসত্ত্বা কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে।

২১ আগস্ট একটি ভুয়া কাবিননামার মাধ্যমে লোক দেখানো সালিশের আয়োজন করা হয়। সেখানে বিয়ে পরবর্তী ডিভোর্সেরও ব্যবস্থা করা হয়। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত কয়েকজনকে থানায় নিয়ে যায়। একইসঙ্গে কিশোরীকেও থানায় নেওয়া হয়। কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করলে সুজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জাগো নিউজকে বলেন, স্থানীয়ভাবে প্রথমে ঘটনার মীমাংসার চেষ্টা করেন কয়েকজন মাতব্বর। সালিশ ডাকার পর এক পর্যায়ে ধর্ষণের ঘটনাটি জানতে পারি। পরে স্থানীয় মাতব্বরদের সালিশ থেকে বিরত থাকতে বলা হয়। একই সঙ্গে কিশোরীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত সুজন ও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম