উত্তরা ব্যাংক থেকে প্রবাসীর ১৮ লাখ টাকা উধাও
গাজীপুরে একটি ব্যাংক থেকে প্রবাসীর ১৮ লাখ টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রবাসীর ভাই গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।
কাতার থেকে মোবাইল ফোনে প্রবাসী মো. শাহজাহান মোল্লা জানান, তিনি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর গাজীপুরের উত্তরা ব্যাংকের চান্দনা চৌরাস্তায় অবস্থিত জয়দেবপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। ১৪ আগস্ট তিনি ব্যাংকে খবর নিয়ে জানতে পারেন তার একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।
পরে দেশ থাকা তার ভাই জাহাঙ্গীর আলমের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টে তিনি দেখতে পান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত ১৪ আগস্ট তার একাউন্ট থেকে প্রথমে আট লাখ টাকা সরানো হয় সিটি ব্যাংকের সাতক্ষীরা শাখার মেঘনা এন্টারপ্রাইজের একাউন্টে। একইভাবে আরো ১০ লাখ টাকা পাঠানো হয় জয়পাড়া এসইমি শাখায় সুমাইয়া নামের এক গ্রাহকের একাউন্টে।
পরে প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম মোল্লা বাদী হয়ে বাসন থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার স্কাইল্যাব চৌধুরী কোনো তথ্য জানাতে অস্বীকার করেন। তবে ঘটনা তদন্তে ঢাকা ও গাজীপুর জোনাল অফিস থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
তিনি গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু নাঈম নয়ন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম