কুলিয়াচরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার উসমানপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের খুরশিদ মিয়া (৫৫) ও তার বোন শোভা আক্তার (৪৫)।
বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে নিজ বসতঘর মেরামতের কাজ করছিলেন খুরশিদ মিয়া। তাকে সহযোগিতা করার জন্য পাশের গ্রাম থেকে বোন শোভা আক্তার ও ভগ্নিপতি জালাল উদ্দিন সেখানে আসেন। ঘরের একটি বেড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খুরশিদ মিয়া। এসময় তাকে বাঁচাতে গিয়ে বোন শোভা আক্তারও স্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শোভা আক্তারে স্বামী জালাল উদ্দিন বলেন, আমি স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। আজ সকালে আমার স্ত্রী ও তার ভাই মিলে বসতঘর মেরামতের কাজ করছিল। অসুস্থ থাকায় আমি তাদের পাশেই বসেছিলাম। এমন সময় হঠাৎ করে খুরশিদ মিয়া বিদ্যুতের শক খেয়ে হঠাৎ মাটিতে ঢলে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে আমার স্ত্রীও পড়ে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যুর ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের স্বজনের কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআরআর/এমএস