ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় সার ডিলার-ব্যবসায়ীর প্রায় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৪ আগস্ট ২০২২

বিধি বহির্ভূতভাবে সার মজুত ও দাম বেশি রাখায় নওগাঁয় সার ডিলার ও ব্যবসায়ীর ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এবং আত্রাইয়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে সাপাহার উপজেলা সদর, আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আইহাই ইউনিয়নে মেসার্স দেলোয়ার ট্রেডার্সকে নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক আমদানি, সংরক্ষণ, ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, পাতাড়ি ইউনিয়নে ডিলার মেসার্স ওশান ট্রেডার্সকে বিধি বহির্ভূতভাবে সার মজুত করে রাখা এবং নির্ধারিত ইউনিয়নে সরাসরি কৃষকের কাছে বিক্রি না করে খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলে জানান আব্দুল্ল্যাহ আল মামুন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, আত্রাই উপজেলায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় দুই ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে উপজেলার জাতাআমরুল বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ইকতেখারুল ইসলাম বলেন, কিছু অসাধু ডিলার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছিলেন বলে স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়।

এসময় জাতআমরুল বাজারে বটতলী ঘাটে সার ডিলার মেসার্স সুমি এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং আহসানগঞ্জ হাইস্কুল গেট সংলগ্ন মেসার্স নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আব্বাস আলী/এমআরআর/জিকেএস