নদী তীর রক্ষা বাঁধের ক্ষতি করে বালু উত্তোলন, ২ ব্যবসায়ীর জেল
মধুমতি নদী তীর রক্ষা বাঁধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদী তীর রক্ষা বাঁধের ক্ষতি করার অপরাধে দুই বালু ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।
দণ্ডাপ্রাপ্তরা হলেন- উপজেলার বাজড়া এলাকার শরিফুল ইসলাম ও হিদাডাঙ্গা এলাকার সৈয়দ হোসেন আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মধুমতি নদী তীরবর্তী বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভরাট করা পুকুর থেকে অননুমোদিতভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় দুই ব্যবসায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজেস্ট্রেট ও ইউএনও রফিকুল হক জাগো নিউজকে বলেন, ‘অননুমোদিত পুকুর খনন ও মধুমতি নদী তীর রক্ষা বাঁধের ক্ষতি করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
এন কে বি নয়ন/এসজে/জিকেএস