গাজীপুরে অনুমোদনহীন ৯ সিএনজি স্টেশন মালিকের জরিমানা
গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৯টি সিএনজি স্টেশন মালিককে সাত লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে গাজীপুরের পূর্ব চান্দনা এলাকার হোসেন অ্যান্ড সন্সকে ৮০ হাজার টাকা, নাওজোড় এলাকার এম এইচ সিএনজিকে এক লাখ টাকা, একই এলাকার মাহবুব ফিলিং স্টেশনকে এক লাখ টাকা, নাওজোড় এলাকার রিয়াজ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা, ভোগড়া এলাকার ইউনিয়ন ট্রেডিং করপোরেশনকে ৫০ হাজার টাকা, কুনিয়া এলাকার সুসল সিএনজিকে ৮০ হাজার টাকা, তারগাছ এলাকার জ্যারোমা সিএনজিকে ৮০ হাজার টাকা, বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ সরকার সিএনজিকে ৬০ হাজার টাকা, বোর্ডবাজার এলাকার মির্জাপুর সিএনজিকে ২০ হাজার জরিমানা করা হয়।
এছাড়া সিএনজি প্রতিষ্ঠানে অবৈধ সিলিন্ডারে গ্যাস বিক্রয় করার জন্য নাওজোড় এলাকা রিয়াজ ফিলিং স্টেশনকে আরও ৮০ হাজার টাকা ও এম এইচ সিএনজিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ ও মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫