ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছুরিকাঘাতে পর্যটকের ক্যামেরা ছিনতাই, ৩ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২২

কক্সবাজারে ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতভর বিভিন্ন হোটেল-মোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াসিন, মো. রুবেল ও মো. ইব্রাহিম ওরফে সাগর। তারা সবাই ১৮-২২ বছর বয়সী।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ২৩ আগস্ট রাজধানীর ধামরাই থেকে ৩৯ পর্যটক বেড়াতে এসে হামজা রিসোর্টে উঠেন। তাদের মধ্যে আব্দুল আলীম (৩০), সুভাষ (৩২), ও সুমন (২৫) ভোরে সৈকতে যাচ্ছিলেন। এদের মধ্যে সুমন একটু সামনে হাঁটছিল। তিনি সৈকতের লাবনী পয়েন্টের ছাতা মার্কেটের সামনে পৌঁছালে ৭-৮জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে ক্যামেরা নিয়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের একটি মোবাইল উদ্ধার করে। সে মোবাইলের সূত্র ধরে সেদিন ইফতেখার হোসেন নাবিল নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে তিনজনকে গ্রেফতার করা হয়।

রেজাউল করিম আরও বলেন, ভিকটিমের সঙ্গে থাকা মো. নুরুল হক বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। সে মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম