ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির সমাবেশে আসার পথে ছাত্রলীগের হামলা, আহত ২০

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৭ আগস্ট ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আসার পথে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চৌরাস্তায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে বিএনপি কর্মীদের বিভিন্নস্থানে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ইটপাটকেলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিকেল ৪টার দিকে চৌরাস্তায় বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে সেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের এমপি এইচএম ইব্রাহিম সমর্থিত ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।

বিএনপির সমাবেশে আসার পথে ছাত্রলীগের হামলা, আহত ২০

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, উভয় পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। যেহেতু ধাক্কাধাক্কি হয়েছে সেহেতু আহত হওয়া স্বাভাবিক ঘটনা। তবে এখনো কেউ অভিযোগ করেনি৷

এদিকে অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিমকে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম