ভাইকে হত্যার হুমকি দিয়ে বোনকে ধর্ষণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে বড় বোন এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ধর্ষক স্বপন ও তার বাবা-মা-ভাই ও বোনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা জজ ও শিশু আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী বাদীর পিটিশন গ্রহণ করেন এবং আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এদিকে, ২৯ জানুয়ারি রাতে ওই এসএসসি পরীক্ষার্থীকে লম্পট স্বপন ধর্ষণ করে। এরপর বিষয়টি তার অভিভাবকে জানালে উল্টো তাকে মারধর করতে তেড়ে আসে। এমনকি ঘটনায় কোনো মামলা দায়ের না করার জন্য হুমকি দেয়া হয়। এসএসসি পরিক্ষার তিন দিন পূর্বে ধর্ষণের ঘটনা ঘটে।
পরে বাদীপক্ষের আইনজীবী শাহ্ মাজহারুল হক (মাজহার) ও তার জুনিয়র আইনজীবী আব্দুল মান্নান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
আইনজীবী শাহ্ মাজহারুল হক জাগো নিউজকে জানান, আড়াইহাজার উপজেলার সত্যবান্দি মোল্লাপাড়া এলাকায় পরিক্ষার্থীর বাবা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া চাকরি করেন। এসএসসি পরীক্ষার তিন দিন পূর্বে ২৯ জানুয়ারি রাতে ঘটনার দিন প্রবাসীর স্ত্রী পাশের বাড়িতে বসে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। এসময় তার মেয়ে পরীক্ষার জন্য ঘরে পড়াশোনা করছিল। সেই সুযোগে স্বপন তাদের ঘরে প্রবেশ করে।
এরপর ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে এসএসসি পরিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ বিষয়টি আমলে না নেয়ায় আদালতে মামলা দায়ের করা হয়।
শাহাদাত হোসেন/এআরএ/পিআর