ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে দিনদুপুরে শিক্ষকের বাসায় চুরি

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজ সংলগ্ন মমতাজ ভিলার চারতলা ভবনের ভাড়াটিয়া বাসায় দিনদুপুরে চুরি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভাড়াটিয়া লাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা খাতুন জানান, সকালে তিনি স্কুলে যান। বেলা সোয়া ১১টায় তার মেয়েও স্কুলে চলে যায়। আবার সাড়ে ১২টায় বাসায় ফিরে দরজা ও দুইটি আলমারি খোলা দেখতে পেয়ে তাকে খবর দেয়।

তিনি আরো জানান, দরজার হ্যাচবল কেটে চোর ভিতরে প্রবেশ করে। তালা অক্ষত অবস্থায় বাসার ভিতরে
পেয়েছেন। দুইটি আলমারি ভেঙে নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যায়।

কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। আর এ ধরনের কোনো অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি।

সাইফ আমীন/এআরএ/পিআর