ভোলায় বিএনপির সমাবেশে যেতে বাধার অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে বিএনপির সমাবেশে বাধার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। রোববার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
হাফিজ ইব্রাহিম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিনের সমাবেশে যাওয়ার জন্য আমরা বেলা ১১টার দিকে ভোলা সদর থেকে রওনা হই। এক পর্যায়ে শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধার মুখে পড়ি। সমাবেশের অনুমোদন নেই বলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আমাদের বাধা দেয় পুলিশ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার না। তারা ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কিন্তু আজ বাজারে মোটা চালের কেজি ৫৫ টাকা।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার