ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিত্যক্ত বাড়িতে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৮ আগস্ট ২০২২

কুড়িগ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) শহরের কোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় ফুটবল খেলতে যায় কয়েকজন শিশু। খেলার সময় বলটি ওই বাড়িতে গেলে এক শিশু নিতে যায়। এ সময় জানালা দিয়ে ওই বাড়ির একটি রুমে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের জানান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শন (এসআই) জয়নাল আবেদীন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/