ঝিনাইদহে আ’লীগ কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
ঝিনাইদহ সদরের ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকাণ্ডে দলীয় কার্যালয়ের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। সেসময় পাশের একটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রাউফ মোল্লা জানান, ঘটনার পর খবর পেয়ে আমরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে গান পাউডার বা প্রেট্রলের কোনো নমুনা পাওয়া যায়নি। তবে আরো তদন্ত শেষে হয়তো সঠিক ঘটনা জানা যাবে।
সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী জানান, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জনমনে ভীতি তৈরি করতে আগুন লাগিয়েছে। তারা দেশকে যে অস্থিতিশীল করতে চাই এটা তারই একটি নমুনা।
অন্যদিকে তাদের এই অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ঢাকতে ও বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করার জন্যই নিজেরা নিজেদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম