ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বর্তমান নির্বাচন কমিশন সরকারের অংশ: দুদু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ৩০ আগস্ট ২০২২

বর্তমান নির্বাচন কমিশন সরকারেরই একটা অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সরকারকে টিকিয়ে রাখতে এই কমিশন কাজ করছে। তাই তাদের অধীনে কোনো নির্বাচন নয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাসভাড়া বৃদ্ধি, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এমন কথা বলেন তিনি।

দুদু বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী সরকারকে ক্ষমতায় টিকিরে রাখতে ভারত সরকারের কাছে যে অনুরোধ করেছে সেটা রাষ্ট্রদ্রোহীতার সমান অপরাধ। তাৎক্ষণিভাবে তাকে বহিষ্কার করলে বুঝতাম সেটা সরকারের বক্তব্য না। যেহেতু সে এখনো দলে আছে তাতে বোঝা যায় এটা সরকারেরই বক্তব্য।

ঝিনাইদহ শহরের ওয়াজের আলী স্কুল মাঠে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এসময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ জেলা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এএসএম