ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় বজ্রপাতে ৫ পোশাকশ্রমিক আহত

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৩১ আগস্ট ২০২২

মোংলায় বজ্রপাতে পাঁচ পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা মোংলা ইপিজেডের পোশাক কারখানা জিনলাইট লিমিটেডের শ্রমিক ছিলেন। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

কারখানাটির অ্যাডমিন অফিসার হৃদয় মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে শ্রমিকরা দুপুরের খাওয়া-দাওয়া শেষে হাঁটাহাঁটি করছিলেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলে তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ান। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন পাঁচ শ্রমিক।

হৃদয় মাহমুদ আরও বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে ইপিজেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তারা সবাই এখন ভালো আছেন।

এমআরআর/জিকেএস