ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:৫১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানে ভান লাল কিম বম (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) বিকেলে জেলা সদর উপজেলার টংকাবতি ইউপির ৭নং ওয়ার্ড হেডম্যান পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভান লাল কিম বম (১৮) বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউপির ৭নং ওয়ার্ড হেডম্যান পাড়া এলাকার মেন রুন ম্রো স্ত্রী। এই ঘটনায় নিহতের স্বামী মেন রুন ম্রোকে (২৫) আটক করেছে পুলিশ।

মেন রুন ম্রো (২৫) বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউপির ৭নং ওয়ার্ড হেডম্যান পাড়া এলাকার মেন গ্রো ম্রোর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেন রুন ম্রো, ম্রো সম্প্রদায়ের হলেও সে বম সম্প্রদায়ের মেকে বিয়ে করে। দীর্ঘদিন ধরে সংসার করে আসছিল তারা। আজ সকালে মেন রুনের স্ত্রী মারা গেছেন বলে জানান।

নিহতের গলায় আঙ্গুলের ছাপ দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভান লাল কিম বমের (১৮) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) চিন্ময় বড়ুয়া জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে, মমলা প্রক্রিয়াধীন।

নয়ন চক্রবর্তী/এমআরএম