আশুলিয়ায় দুই ডায়াগনস্টিক-হাসপাতাল সিলগালা
সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইল ও শ্রীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
প্রতিষ্ঠান দুটি হলো ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতাল।
ডা. সায়েমুল হুদা বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতাল কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম