ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রুমায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:৩১ এএম, ০২ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানের রুমা উপজেলায় এক নারীকে সেগুন বাগানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অংক্যসিং মারমা (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রুমাচর এলাকা থেকে আটক করা হয় তাকে। আটক যুবক উপজেলার চরনিচ পাড়া এলাকার প্রুথোইঅং মারমার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুর ১টায় রুমা চরনিচ পাড়ায় অংক্যসিং মারমা খামারে কাজ করার সময় সেগুন বাগানে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অংক্যসিংকে আটক করে রুমা থানা পুলিশ।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

নয়ন চক্রবর্তী/এমকেআর