ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় রেলসেতুসহ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলসেতুসহ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিবি রোডে ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতুর বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটি গাইবান্ধার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী সভাপতিত্বে মানববন্ধনে কমিটির সাধারণ সম্পাদক খন্দকার ওমর হায়াত স্বপন সমন্বয়ক শহীদুল্লাহ হেল কবীর ফারুক ও আতোয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বালাসিঘাট থেকে বাহাদুরাবাদঘাট একটি সেতুর দাবি দীর্ঘদিনের। জেলাসহ উত্তরাঞ্চলের আট জেলার উন্নয়নের বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ নিশ্চিত করতে হবে।

আরএইচ/এএসএম