বান্দরবানে কিশোরী ধর্ষণের অভিযোগে তরুণ আটক
ফাইল ছবি
বান্দরবানে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তানভীর (২১) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লামা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড নারকাটা ঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত তানভীর একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
ধর্ষণের শিকার কিশোরীর খালা তাছলিমা আক্তার জানান, ভুক্তভোগীর মা গৃহপরিচারিকার কাজ করে বাকপ্রতিবদ্ধী মেয়েকে নিয়ে অতিকষ্টে সংসার চালান। প্রতিদিনের মতো গত ১ সেপ্টেম্বর সকালে কাজে যাওয়ার সময় তিনি সাত্তারের ছেলে তানভীরকে একটি গ্যাস সিলিন্ডার তার বাসায় পৌঁছে দিতে বলে কাজে চলে যান। এই সুযোগে বাসায় ওই কিশোরীকে একা পেয়ে তানভীর ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। পরে রাতে কিশোরীর মা বাসায় আসলে তার কাছে সব খুলে বলে কিশোরী। পরে এ বিষয়ে অভিযুক্তের বাবাকে জানালে তিনিও তাদের হুমকি দেন। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেন ভুক্তভোগীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার তানভীরকে আটক করে পুলিশ।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, অভিযোগ পেয়ে তানভীরকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
নয়ন চক্রবর্তী/এমআরআর/জেআইএম