ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরকার মানুষ মেরে আন্দোলন দমানোর চেষ্টা চালাচ্ছে: খোকন

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

‘সরকার গুলি করে মানুষ মেরে আন্দোলন দমানোর অপচেষ্টা চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, তাই তারা বিএনপির পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে।

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহতসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এ তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খোকন আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে অহেতুক লাঠিচার্জসহ গুলিবর্ষণ করছে। মামলা, হামলা, গুম, হত্যা করে বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখার চেষ্টা করছে। তাদের সময় শেষ হয়ে এসেছে। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, খবিরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এমআরআর/জেআইএম