বাঁশঝাড়ে পড়েছিল নারীর মরদেহ
জামালপুরে রাস্তার পাশের বাঁশঝাড় থেকে কাজুলি আক্তার ময়না (৩১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠায় পুলিশ। তিনি উপজেলার নান্দিনার বাদামতলী এলাকার কামাল উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিনগত রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ওই নারীকে ফেলে যায়। সকালে পুলিশ খবর পেয়ে রাস্তার পাশের বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম