ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাল্টিপারপাসের টাকা নিয়ে উধাও, প্রযুক্তির সহায়তায় ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশারেফ হোসেন মিলন (৫৫) নামে সাড়ে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাকে চার কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ডও করেছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশারেফ ফেনীর দাগনভূঞা উপজেলার বিজয়নগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বসুরহাট বাজারের মসজিদ মার্কেটের মিলন স্টোরের মালিক।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চার মামলায় সাড়ে চার বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড এবং আরও দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ ও বসুরহাটের ব্যবসায়ীরা জানান, মোশারেফ হোসেন মিলন বসুরহাটে ব্যবসার পাশাপাশি মাল্টিপারপাস প্রতিষ্ঠান খুলে জনগণের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে টাকা না পেয়ে ভুক্তভোগীরা আদালতে মামলা করলে চার মামলায় তাকে চার বছর ছয় মাস কারাদণ্ড ও চার কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড করেন আদালত। পরে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম