ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা ব্যস্ত রান্নায়, পুকুরে ডুবে প্রাণ গেলো ২০ মাসের শিশুর

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

ফেনীতে পুকুরে ডুবে ২০ মাস বয়সী রবিউল হোসেন নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু রবিউল হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার কামাল হোসেনের ছেলে। শিশুটির পরিবার ফেনীর সুলতানপুর এলাকায় ভাড়া বাসায় থাকে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, দুপুর ২টার দিকে শিশুটিকে বাসার সামনে বসিয়ে তার মা রান্নাঘরে কাজ করছিলেন। ছোট শিশুটিও নিজে নিজে খেলা করছিল। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরের সামনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ঘরের পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম