ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে মা-মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

জামালপুর সদর উপজেলায় চাঞ্চল্যকর মা-মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় মামুন (৩৫) ও শামীম হাসান (৩৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরা ও রশিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মামুন উপজেলার ফরিদপুর জামিরা এলাকার আব্দুল হামিদের ছেলে এবং শামীম হাসান টাঙ্গাইলের মধুপুর উপজেলার মমিনবাগ এলাকার আব্দুল সোবহানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, রোববার (৪ সেপ্টেম্বর) সকালে রানাগাছা কুমারিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে মেয়ে কাজলীর (৩১) গলায় ওড়না পেঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। মেয়ের মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়ইতার এলাকার বানার খালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধারের পর জোসনা বেগমের মরদেহ বলে শনাক্ত করেন নিহতের পরিবার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জাগো নিউজকে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় জোসনা বেগমের স্বামী মোস্তফা কামাল সদর থানায় ছয়জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলমান।

নাসিম উদ্দিন/এফএ/জিকেএস