ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্লাস্টিকের বস্তায় চাল, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি | কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চারের চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা তাদেরকে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের চার চাল ব্যবসায়ীকে চারটি মামলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় জরিমানা করা হয়। এদের মধ্যে মেসার্স জামান স্টোরকে ৫ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার, মেসার্স রতন স্টোরকে ২ হাজার ও চাঁন মোহন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুর রহমান আরমান/এসজে/এএসএম