ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানের রুমায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে পাইন্দু ইউনিয়নের ওই এলাকায় ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নয়ন চক্রবর্তী/এমআরআর/জিকেএস