মাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
কিশোরগঞ্জের বাজিতপুরে মাকে হত্যার দায়ে নাঈম ওরফে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সাইদুর রহমান এ রায় ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ অক্টোবর বাজিতপুর উপজেলার গাজীরচর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুনের সঙ্গে তার ছেলে সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দাম উত্তেজিত হয়ে মাকে গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় সাদ্দামের বাবা বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) শামসুল করিম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
নূর মোহাম্মদ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান