ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনী জেলা পরিষদ নির্বাচন: মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের ৬ নেতা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

দিন যত ঘনিয়ে আসছে ততই ফেনী জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন লড়াই জমে উঠছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় তালিকা দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে পাঁচ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকে হাইকমান্ডে চেষ্টা-তদবিরও করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

দলীয় সূত্র জানায়, বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন দলীয় মনোনয়ন চেয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন। ফেনী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া জেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি আলী হায়দার ও প্রিয়রঞ্জন দত্ত, সদস্য জামাল উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেনও আজ-কালের মধ্যে সংগ্রহ করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার বলেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্ত সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বুধ ও বৃহস্পতিবার সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় আবেদন ফরম সংগ্রহ করবেন।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম