ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে কিশোরী ক্লাব চালু
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থীদের পুষ্টিহীনতা রোধে কিশোরী ক্লাবের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. ইকরাম হোসেন, কিশোরী ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মো. ইমাম হোসেন, প্রভাষক ফারহানা নাসরিন প্রমুখ বক্তব্য রাখেন।

কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ কামরুন নাহার বলেন, কিশোরী ক্লাবের মাধ্যমে কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্য, পুষ্টি ও অন্যান্য সেবা দেওয়া যাবে। ক্লাব পরিচালনার জন্য স্টুডেন্ট ক্যাবিনেট সদস্যদের মধ্য থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ১০ জন করে মেয়ে প্রতিনিধি ক্লাব পরিচালনা করবে। স্বাস্থ্য, পুষ্টি ও অন্যান্য সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে তারা দেখভাল করবে।
তিনি আরও বলেন, একাদশ থেকে ১৫ শিক্ষার্থীকে ক্লাবের সদস্য করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হবে। ক্লাব সদস্যরা স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক নানারকম প্রচারণা চালাবে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস