ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবকের ১২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে এক যুবককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ওই আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোজাফফর হোসেন ওরফে রনি (২৭) পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার দণ্ডপাল গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে রনিকে আটকের পর ২০২০ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব-৫ এই মামলাটি করে।

র‌্যাবের করা এজাহারে দেখা যায়, আসামি রনি সি এম মতিউর রহমান নামে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফেসবুকে পরিচিত হয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে এ ধরনের প্রতারণা করে আসছিলেন তিনি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জাগো নিউজকে রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি মোজাফফর হোসেন ওরফে রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ (১), ২৪ (১) ও ২৬ (১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি যেসব ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণ করেছেন, তাদের আলাপ এবং অর্থ হাতিয়ে নিতে যেসব ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তার সবই আদালতে পেশ করা হয়েছে।

অ্যাডভোকেট ইসমত আরা বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ (২) ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ (২) ধারায় চার বছর সশ্রম কারাদণ্ডসহ তির লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৬ (২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ডসহ দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

তিনি আরও বলেন, সাজা একটির পর একটি কার্যকর হবে এবং আদালতের নির্দেশনা মোতাবেক জরিমানার অর্থ প্রতারণার শিকার ব্যক্তিদের দেওয়া হবে।

এমআরআর/জেআইএম