ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী যুব মহিল‌া লীগের সভাপতি চৈতি, সম্পাদক সেন্টি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কানিজ ফাতেমা চৈতিকে সভাপতি ও সৈয়দা নাজমুন নাহার সেন্টিকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য র‌াখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান ও নাজমা হোসেন রত্না প্রমুখ।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোছা. সাবিনা আক্তার, মুক্তি রানী কর, কেয়া রানী প্রামাণিক, রহিমা আক্তার, প্রিয়াংকা চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক রোমানা কবির ও তামান্না নাসরিন রেশমী।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম