ভৈরবের আড়তে ১২ কেজি ওজনের বাঘাইড়
কিশোরগঞ্জের ভৈরবে একটি মাছের আড়তে বিক্রির জন্য ১২ কেজি ওজনের বাঘাইড় উঠেছে। মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের পুলতাকান্দা এলাকার সানি মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে চট্টগ্রামের মহেশখালী এলাকা থেকে পচান আলী নামের এক পাইকার ১২ কেজি ওজনের বাঘাইড়টি আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। মাছটি মহেশখালীর তিস্তা নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে জেলের কাছ থেকে পাইকার মাছটি কিনে নিয়ে আসেন।

এ বিষয়ে সানি মৎস্য আড়তের মালিক রুবেল মিয়া বলেন, প্রতিনিয়ত ভৈরবের মাছের আড়তে বড় বড় মাছ আসে। দুপুরে এক পাইকার ১২ কেজি ওজনের বাঘাইড়টি বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতি কেজি ৭০০-৮০০ টাকা দরে ৮-৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা যাবে।
রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম