ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অচেতন করে ২ লাখ টাকা ছিনতাই, চমেক হাসপাতালে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

চেতনানাশক খাইয়ে ফেনীর সোনাগাজীতে দেলোয়ার হোসেন (৫৩) নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ী শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি উপজেলার মতিগঞ্জ বাজারে ধান, চাল ও ডালের পাইকারি ব্যবসা করেন। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে দোকানে ফিরছিলেন দেলোয়ার হোসেন। পথে দুর্বৃত্তরা তাকে অচেতন করে টাকা নিয়ে শহরের ভাই ভাই হোটেলের সামনে ফেলে চলে যায়।

দেলোয়ার হোসেনের ছেলে গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার দুপুরে পাওনা পরিশোধের জন্য তার বাবা ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন। সেখান থেকে তার দোকানে চলে আসার কথা ছিল। তবে দুপুরের পর তার বাবাকে পৌর শহরের ভাই ভাই হোটেলের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ধারণা, নেশাজাতীয় বা বিষাক্ত কিছু খাইয়ে তার বাবাকে অজ্ঞান করা হয়েছিল।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার দুপুরের পর কয়েকজন লোক দেলোয়ার হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাকে নেশাজাতীয় বা বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়্যান ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশ তথ্যপ্রযুক্তি ও পৌর শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম