লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়/ছবি: জাগো নিউজ
লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ফায়ার সার্ভিস কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফ হোসেন (২১) ও জাকির হোসেন (২৫)। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ও জাকির একই এলাকার হাফিজ উল্যার ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- স্বপ্না আক্তার (২৫) ও তার মেয়ে মীম আক্তার (৪)। এরমধ্যে স্বপ্নাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বপ্না একই এলাকার মো. সুমনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কমলনগর থেকে আসা একটি কাভার্ডভ্যান ফায়ার সার্ভিস কার্যালয় এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কাজল কায়েস/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর