রাজবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
`ইশারায় ভাষা শিখবো ভাব বিনিময় করবো` এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস ২০১৬। রোববার বেলা সাড়ে ১১ টায় শহরের আজাদী ময়দান থেকে জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বধির উন্নয়ন কার্যালয়ে গিয়ে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জিনাত আরা বেগম, জেলা সমাজ সেবা কর্মকর্তা দীপক কুমার প্রামানিক, সদর সমাজ সেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, জেলা বধির উন্নয়ন সংস্থার সভাপতি জিয়াউল হক প্রমুখ। এছাড়া রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণ সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বধির উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রুবেলুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি