ভৈরবে লেপ-তোষকের কারখানায় অগ্নিকাণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে লেপ-তোষকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় ভিআইপি প্লাজা সংলগ্ন মাসুদ মিয়ার লেপ-তোষকের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আজিজুর হক রাজন জানান, ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটি পুড়ে গেছে। এতে কারখানার মালিক আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজীবুল হাসান/কেএসআর