ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কের পাশে পড়েছিল অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের বন্দরে সড়কের পাশে পড়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাচালকের (মিশুক) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ফেরদৌস (২১)। তিনি শুভকরদি এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গলাকাটা অবস্থায় ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/জিকেএস