বৃষ্টি-জোয়ারে পটুয়াখালী শহরে জলাবদ্ধতা
তিনদিনের টানা বৃষ্টিপাত ও জেয়ারের পানিতে পটুয়াখালী জেলা শহরের বেশি কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় শ্রমজীবী ও কর্মজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে।
পটুয়াখালী জেলা আবহাওয়া বিভাগের তথ্যমতে, গত তিনদিনে জেলায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও (১৩ সেপ্টেম্বর) স্বাভাবিকের চেয়ে জেলার প্রধান প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পায়রা নদীতে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

এদিকে টানা বৃষ্টি এবং জোয়ারে নদ-নদীর পানি বেড়ে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ড্রেনের নোংরা পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে অনেক এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে।
কলাপাড়া উপজেলার লালুয়া, নিজামপুরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার পায়রা নদীর পানি বেড়ে বড়বিঘাই, ছোটবিঘাই, মাদার বুনিয়া এবং মরিচ বুনিয়া ইউনিয়নের বেশ কিছু বাঁধ ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন চরসহ বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে কৃষিজমিসহ বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। তবে জোয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হচ্ছে।
পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। তবে আজও নদীতে স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ফুট পানি বাড়তে পারে।

শহরে জলাবদ্ধতার বিষয়ে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, জোয়ার থাকায় বৃষ্টির পানি নদীতে নামতে পারছে না। এ কারণে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে কোনো এলাকায় ড্রেনের ময়লা-আবর্জনার কারণে যাতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত না হয় সেজন্য পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন।
আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম