ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির ৪ নেতা কারাগারে

প্রকাশিত: ১১:২৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক খোরশেদ আলম এ আদেশ দেন।

তারা হলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান লেবু, জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া, কাউয়াখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর মাহমুদ পলাশ।

আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় তারা সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।   

বাদল ভৌমিক/এআরএ/আরআইপি