ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠানে যুবলীগ নেতার হামলা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

জামালপুরের মেলান্দহে চাঁদা না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার খানপাড়ায় জনৈক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে আমার ছেলে। ওই জমি মঙ্গলবার দুপুরে মেলান্দহ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল করতে গেলে শাহজাদপুরের মৃত বাদশা বাঘার ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন বাঘা ও আদিপৈত এলাকার মৃত নওশের আলীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি রেজিস্ট্রি করতে দেবে না বলেও হুমকি দেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার পর বিকাল ৫টার দিকে শাহিন বাঘা ও ইব্রাহিম খলিলুল্লাহ সন্ত্রাসী বাহিনী নিয়ে মেলান্দহ বাজারে আমার স্যানেটারি মালামালের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় দোকানে থাকা ২০ লাখ টাকা সমমূল্যের স্যানেটারি সামগ্রী লুটপাটসহ অন্তত লক্ষাধিক টাকার মালামাল নষ্ট করে। এ অবস্থায় ঘটনার রাতেই মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

আবুল হাশেম জানান, হামলাকারীদের ভয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন পলিন, সেলিম মিয়া, গিয়াস আহমেদ, সুরুজ্জামান বেপারিসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মেলান্দহে আমাদের বিরুদ্ধে কোথায়ও চাঁদাবাজি করেছে তার কোনো নজির নেই। ঘটনার দিন আলমগীর হোসেন শাহীনের ওপর হামলা করে গুরুতর আহত করে। এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়াসহ রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলেও দাবি করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রাতে হামলার অভিযোগ এনে শাহীন বাঘা ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনে। পরে ওই মুক্তিযোদ্ধার পরিবারও ইব্রাহিম খলিলুল্লাহ ও শাহীন বাঘার পাল্টা অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম