ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইল আওয়ামী লীগের সভাপতি নাজমুল, সম্পাদক শিউলি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

দেড় যুগ পর সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে নাজমুল হোসেনকে সভাপতি, উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

এরআগে দুপুরে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন শুরু হয়। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে দলে দলে সম্মেলনে অংশ নেন নেতাকর্মীরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল প্রমুখ।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস