ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে আহম্মদ উল্লাহ মৃদুল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মৃদুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে। পেশায় তিনি একজন গম ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জ নৌপুলিশের উপ-পরির্দশক (এসআই) মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পচন ধরে যাওয়ায় মরদেহে আঘাতের কোনো চিহ্ন বোঝা যায়নি। পরিচয় শনাক্ত করেছে তার পরিবার। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম