ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাগারে মারা গেলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার আসামি

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০২:০৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি মৌলভী জাকারিয়া (৫৩) কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদের বরাত দিয়ে কক্সবাজার জেলা কারাগারের জেলার মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভী জাকারিয়া উখিয়ার কুতুপাংয়ের ক্যাম্প-১ ইস্টের প্রয়াত আব্দুল করিমের ছেলে। দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি।

কক্সবাজার কারাগারের জেলার মোস্তফা কামাল জানান, জাকারিয়া মুহিবুল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি। তাকে কিছুদিন আগে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদের বরাতে মোস্তফা কামাল আরও বলেন, প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাকে কয়েকদিন আগে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

গত ১১সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের বিচার শুরু হয়। এর আগে ১৩ জুন ২৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ঘটনার পর ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ৬ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সাড়ে আট মাস তদন্তের পর চলতি বছরের ১৩ জুন ওইদিন দুপুরে ২৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতের ডকেট শাখায় জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্ত মুহিবুল্লাহকে গুলি করে পালিয়ে যায়।

এরপর তার ভাই হাবিবুল্লাহ মামলা করেন। তাতে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়। তিনি হামলাকারী কয়েকজনকে চেনার কথা সাংবাদিকদের জানালেও মামলায় আসামির তালিকায় কারও নাম দেয়া হয়নি সেই সময়।

সায়ীদ আলমগীর/এমআইএইচএস